যখন আমরা ঘর বানালাম
বোধহয় হয়ে গেলাম আমি শ্রেষ্ঠ দায়িত্ববান কেউ
তোমাকে মনে হলো ময়ূরী
ময়ূরনাচে কাটাবো আজীবন …
যাপিত সময় বয়ে যায়
কখন কিভাবে অগোচরে হয়ে গেলাম কুৎসিত শকুন !
হয়তো আমার আজন্মের দোষ !
হয়তো-বা না …
সুরেলা বসন্তের দোলা দিতে গিয়ে
নষ্ট হলো ময়ূরাসন
তখন এক নষ্ট মানুষের মুখে শকুনের ঠোঁট … !
কার কাছে জমা দেবো আমার এ কাক-জীবন ?
কোথায় লুকাবো আমার ধ্বসে যাওয়া স্বরূপ !
ফিরোজ, দিলকুশা, ২৯/০১/২০২০