মন সাগরের ঢেউ
কানে কানে বলবে কথা
আসলো যেন কেউ …!
মন দরিয়ার নাও
আর থেমো না মাঝি
এবার তুমি বাও …!
মন পরাগের প্রেম
গুনগুনানি মৌমাছিতে
জড়িয়ে দিল হেম …!
মন যারে-বা চায়
কার করতল - শূন্য দেয়াল
হারিয়ে গেল হায় …!
মন ভুবনের ফাঁদে
ক্ষুব্ধ পবন, রুষ্টে গমন
একলা ভারে কাঁদে …!!
ফিরোজ, মগবাজার, ২২/০৮/২০২৩