কিনবে কেউ, কিনবে হে ভাই সব?
বিবেক যা কিছু আছে, ধুয়ে মুছে তা
বিকিয়ে দেবো সব ।
বাতিঘর-গুলো ক্ষমতা যশের লোভে
স্বার্থের তরে নুয়ে দিয়েছে মাথা
বিস্মিত মনের অভিমানে ঠিক করি
নিজেকে সঁপে দুঃখ ভোলার কথা ।
বটবৃক্ষ-গুলোর হারানো শাখার দেহ
পাতা হারানো, নেইকো ছায়া সেথা
একেলা বিবেক অসহ জ্বলনে ভারী
নাওগো সব, বদলে কিছু ভাতা ।
কিনবে কেউ, কিনবে হে ভাই সব?
বিবেক যা কিছু আছে, ধুয়ে মুছে তা
বিকিয়ে দেবো সব ।
আঁধারে রঙিন, অসত্যতে গুণগান
মহাবিষ্ময়ে বিস্মিত হতবাক
তাই, ধাক্কা মেরে দিলাম শুধুই ফেলে
রুগ্ন বোধের অসুখ বেড়ে যাক ।
কালের দেহতে শ্যাওলা জমেছে ঢের
মনের রন্ধ্রে জমেছে কালো কয়লা
সরল পথকে বাঁকা দেখি তাই আজ
সকল পায়ে লাগাই শিটা ময়লা ।
কিনবে কেউ, কিনবে হে ভাই সব?
বিবেক যা কিছু আছে, ধুয়ে মুছে তা
বিকিয়ে দেবো সব ।
ফিরোজ, মগবাজার, ২৬/১০/২০১৮