বিক্ষুব্ধ বসনে ঝড় উঠেছে ক্রোধের
শব্দের গায়ে আগুন লেগেছে
জ্বলন্ত শব্দেরা ছুটে যায় বন্দুকের নলের ভিতর
আংশিক বধিরত্ব, আংশিক অন্ধত্ব
আবছায়া আলো-আঁধারিতে
অসুরের অবয়ব
ধ্বনিত প্রতিধ্বনিত কেবল আসুরিক বীণ
উৎকণ্ঠায় ব্যগ্রতার পায়চারি
পাতাল থেকে অন্তরীক্ষে যতগুলো দরজা দেখা যায়
সেখানে আগুনের কুণ্ডলী
খোদ সিংহদরজায় দাঁড়িয়ে আছে আজরাইল
কর্ম খতিয়ানের পৃষ্ঠাগুলো ক্রমাগত উল্টাতে থাকে
পাপের মালসাটি খাটিয়ার উপর
খাটিয়াটা কেবলই নড়ছে
প্রচণ্ড ভূমিকম্পে …!!
ফিরোজ, মগবাজার, ১৪/১০/২০২৪