সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলাম
মনে হলো পা-দুটি ভীষণ ভারী ও স্থির
ঐক্যের বদলে বিচূর্ণিত চৈতন্য
পায়ে পড়ে বারবার নিম্নমুখী টান
বিভক্তি জাপটে ধরেছে মগজের ঘর।
নক্ষত্র আপন পরিচয় ভুলে গেছে যেনো
জ্যোতি হারিয়ে কেউ কেউ চাঁদের ভালোবাসায় সিক্ত
আবছায়া চন্দ্রকিরণে বাসনার নিবাস গড়তে চায়
কেবলই দ্বিধা আর বিভাজন বাসা বাঁধে চৈতন্যে
সিঁড়িগুলো ক্রমাগত ভেঙে পড়ে।
উপমহাদেশ - প্রেক্ষাপট - ঘটনার ক্রমপঞ্জি
কেউ কেউ তত্ত্বের জটলা খোঁজে চাঁদের আলোতে
হ্যাঁ-রে তত্ত্ব কী আর! এক জাতি, দুই জাতি …
সব তত্ত্বই ঘোঁট-পাকানো গোলমেলে।
হে নতুন প্রজন্ম!
জেগে ওঠো নতুনের কেতন হাতে
সমাধি আঁক বিচূর্ণিত চৈতন্যের দেহে
সব হাত রুখে দিয়ে শিকড়ে ফিরে যাই
আপন ঐতিহ্যে গড়ে তুলি নিজেদের বয়ান।
ফিরোজ, মগবাজার, ২৪/০৭/২০২১