বিভূতি বিবরে প্রিয় আনন্ত্য বিধুর
শুকালে গোলাপ কলি হারায় কদর
আহুত হৃদয় জ্বলে তৃষিতা অধর
অশেষ বেদনা ভারে আঁধার কাতর
অরুদ্ধ চোখের জল নিঃসঙ্গ প্রহর
নিরোধে প্রসুপ্ত কান্তি বিবশে ভঙ্গুর
না-এলে ভোরের আলো ত্বরায়ে সফর
বিরহী নয়ন মুদে সিঁথিতে সিঁদুর ।
বিচ্ছেদে আকর্ষী ধন অসঙ্গত সুর
প্রেমের নীরব ঘাতী মলিন অন্তর
আনত বাসনা বিত্তে প্রীতিকর ঘর
বহে সুখ নিরবধি অন্তর উদার
বিষম বিভব গড়ে অসঙ্গ আকর
সুকান্ত সুমতি দানে প্রণয় বাসর ।
ফিরোজ, দিলকুশা, ১১/০৯/২০১৮