ভুল হয়েছে ভুল হয়েছে
ভুলের কী যে দোষ
ভুলের ফাঁদে পড়ে পড়ে
নেইকো কারো হুঁশ ।
ভুলের ফলে ভুলের কলে
দিচ্ছে খেসারত
ভুল নিয়ে তাই লঙ্কাকাণ্ড
হচ্ছে তেজারত ।
মানুষ যখন এ জগতে
ভুলও সঙ্গে থাকে
ভুলকে কেনো দাও যে বকা
ভুলের ঘূর্ণিপাকে ।
কোন কোন ভুল হলে যে
তাতেই বড় মাশুল
কিছু কিছু ভুল করেও
সুদ আসলে উসুল ।
চিত্ত ভুলে কৃত্য ভুলে
নতুন কথা বলে
কিছু ভুলে ফেরে মতি
অভিজ্ঞতার ছলে ।
ভুল হলে ভাই ভুল হলে তাই
নয়কো নিরাশ হবে
ভুল থেকে ভাই শিক্ষা নিয়ে
ভুলকে শুধরে নিবে ।
ফিরোজ, মগবাজার, ০৬/০২/২০১৮