আঁকাবাঁকা পেঁচিয়ে পেঁচিয়ে চলে
ঐ দেখো কে ... !
ভাঁজে ভাঁজে লুকিয়ে রেখে ভ্রমরের হুল
সুমধুর আবেশ নিয়ে কাছাকাছি বারেবার
পরশনে মেখে দেয় হুলফোটা বিষ
পথে পথে বাঁকে বাঁকে
না পারি ছাড়তে তারে
বিষম দায়ে তারে সহে যাওয়া যন্ত্রণায় !!!
ফিরোজ, দিলকুশা, ৩০/১২/২০১৭