অস্তিত্বের মধ্য গগনে
কর্মব্যস্ত-যান্ত্রিকতায় ক্লান্তির অবসাদ
প্রকৃতির সান্নিধ্যে ক্লান্তি দূরের প্রচেষ্টা
অতীতবিধূরতায় খুঁজে ফিরি
পুরোনো বাক্সে লুকিয়ে রাখা স্মৃতিগুলো।
ছেলেবেলার দস্যিপনা
নতুন বৃষ্টি-জলে কলাগাছের ভেলায় চড়ে আনন্দ উল্লাস
শীতের বিকেলে গ্রাম্য খেলায় মেতে উঠা
জলাশয়ের পাশে বক ধরার ফাঁদ পাতা
চৈত্রের দুপুরে পুকুর জলে অফুরান ঝাঁপাঝাঁপি
স্কুলে যাওয়া-আসার পথে
কলাই খেত বা ফলবাগানে দলবেঁধে হানা।
যৌবন ছিল প্রেরণায় সঞ্জীবিত
দ্বন্দ্বহীন নিষ্কলুষ স্বাপ্নিক-বিশ্ব গড়ার স্বপ্ন
সে বিশ্বে আমার দেশটি যেন উজ্জ্বল তারকা।
সেই স্মৃতির বাক্সটি কখন যে ভেঙ্গে গেল!
কখন যে স্মৃতিগুলো যান্ত্রিক হয়ে গেল!
ভিজুয়াল ইভেন্টে নিত্য নিমগ্ন
এখন কেন জানি সব স্বপ্নগুলো
অতি স্বার্থের ছোঁয়ায় বিষণ্ণ!!!
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২১/১১/২০১৫
The Memories of Broken Box
In the mid sky of the existence
loosing spirit by extreme robotic-activeness
An attempt at the close to the nature
is set to expel the fatigue
I search out memories in nostalgia
hidden in the old box.
Dare-devilry of childhood
Getting joviality of fun
by riding up banana raft on new rain-water
Feeling excitement
by playing up rural game in winter-afternoon
To catch the heron
by setting up trap alongside the pool
In midday of summer
endless jumping into pond-water
On the way to the School
gentle raiding with a group to the field of pulse or orchard.
Youth was restored on inspiration
Dream for building up “conflict spotless dreamer-world”
Like, my country is the brightest star in that world.
When the said memory box broken!
When the memories became mechanical!
Ever sinking in visual events
Now know why all the dreams
are depressed with the touch of very interests.