ভালোবেসে ভাল রাখবে আমায়!
মাথার ভিতর সাইবেরিয়ার বিশালাকার হিম শীতল বরফকুণ্ড
অন্তরে বিসুভিয়াসের অগ্নিদহনে রূপান্তরিত কঠিন শিলার স্তর
সমগ্র দেহের উপর হিমালয় চূড়া
লক্ষ কোটি খৃষ্টপূর্ব হতে জমে থাকা বরফের আচ্ছাদন
কতটুকু উষ্ণতায় গলে গলে ঝর্ণা হয়?
কতটুকু ঝর্ণাপ্রবাহে শিলাখণ্ডের উপর নদী বয়ে যায়?

কোন এক বসন্তে এক শান্ত-শীতল বটমূলে বসে ছিলাম
ঝিরঝির মিষ্টি বাতাসে-
ভেসে আসে কোকিলের মোহনীয় সুর
টুপটাপ বৃষ্টি হয়ে ঝরে পড়ে সুরের মূর্ছনা, ভিজে গেল মন
আবেগ-উচ্ছ্বাসে আপ্লুত এঁটেল কাদার কমনীয় অন্তর
তারপর, কেন জানি কোমল পুস্পদলে ভর করে
ভৈরবের খর-স্রোতা উজানে বৈঠা মারা মাঝির রুক্ষতা!
প্রাগৈতিহাসিক কাল হতে ঘামে ভেজে, রোদে পোড়ে, কালো হয় চামড়া
কালো চামড়ার তলে অগ্নিগিরির নীল আগুন
একটুখানি স্পর্শে জ্বলে ওঠে দাউ দাউ
কতটুকু পানির সংযোগে সে আগুন নিভে যাবে?
বলো, কি করে-
ভালোবেসে ভাল রাখবে আমায়?

ফিরোজ, মগবাজার,  ৩১/০৫/২০২৪