একটি সরল পথ ধরে এক
চলল পথিক ধেয়ে
পথের মাঝে পথ হারালো
নাজ-নেয়ামত পেয়ে।
পাপে পাপে ভরলো ডালি
পাপের ঝোলা ভারী
পথ হারানো পথিক মনে
নিরাশ মেঘের সারি।
সেই যে পথিক পাপের বোঝায়
ভগ্ন মনোরথ
স্রষ্টা কভু যান না ভুলে
বান্দাকে দেন পথ।
ভালোবাসেন তওবাকারী
হৃদয় করো সাফ
মাফ করে দেন সে বান্দাকে
পাহাড়সম পাপ।
ফিরোজ, মগবাজার, ০৩/০৫/২০২৪