এর থেকে সে বেশি কিছু আশা করেনি-
একটি ঘর ও সন্তান-সন্ততি
আর একজন গিন্নি - অনুরাগে যে তাকে ভাসিয়ে দেয়।
তথাপি সে একদিন জেগে উঠে দেখতে পেল
তার আত্মা বুড়ো হয়ে গেছে।
সেও এর থেকে বেশি কিছু চায়নি-
একটি ঘর ও সন্তান-সন্ততি
আর একজন বর - যে তাকে ভালোবাসায় বেঁধে রাখে।
একদিন সে জেগে উঠে দেখে
তার আত্মা একটি জানালা খুলল
এবং পালিয়ে গেলো।
সিরিয়ান কবি মারাম আল মাসরি-এর ইংরেজি কবিতা “He wanted no more than this” অবলম্বনে।
অনুবাদে - ফিরোজ, মগবাজার, ০৩/১২/২০২৩, রাত ১০.২০