কোন বেড়ি পরা হয়নি - স্বার্থ ও সুখ্যাতির
কলমের মাথা এক উড়ন্ত বলাকা
ভূ-পৃষ্ট হতে সাগর, নদী, আকাশ, অন্তরিক্ষমণ্ডলে
মুক্ত, বাধাবিহীন গতিপথে অগ্রসর
সোনার শিকল ছিঁড়ে
আলোকিত আহ্বানে ছুটে চলে নিত্য।
মহাবিশ্বের থাকে থাকে
অভিনব ঢেউ তোলা সত্যের কালি দিয়ে
লিখে নেয়া পবিত্র অক্ষরগুলি
অক্ষরে অক্ষরে রচিত নিমগ্ন বাঁশরীর সুর
অদৃশ্য-অসীমের সুসম উপমা
মহসত্যের চিহ্ন হয়ে ফুটে ওঠে দৃশ্যমান চিত্রপটে।
যেখানে প্রেম ও করুণার বৃষ্টি ঝরে
সেখানে প্রাণ ও জীবনের প্রাচুর্য
অপরূপ সবুজে, ফুলে, ফলে গেয়ে ওঠে নব-জীবনের গান
রসে রসে সিক্ত হয় মরুভূমির রুক্ষ হাওয়া।
আমি কলমের অগ্রভাগ, আমি মুক্ত বিহঙ্গ
কোন বেড়ি পরা হয়নি, আমি প্রেমের গান গাই
প্রাণের উদ্ভাসনে কোন বাধা মানি না
যা কিছু সুন্দর, সত্য ও ন্যায়ের, সেই ছবি এঁকে যাই - আঁকবো
জুলুম, নিপীড়ন, বঞ্চনা প্রতিরোধে লিখে যাই - লিখবো
সকলের সঙ্গত অধিকারে আজীবন লড়বো।
ফিরোজ, মগবাজার, ২৪/০৮/২০২১