মৃদু মৃদু পায়ে পায়ে এলে একবার
ফুলের বাগান হতে সুরভি সমীর
তারপর জমে গেল ভিড় চারিধার
পরশনে কেঁপে ওঠে সাগরের তীর
হাত ছুঁয়ে দিয়েছিলে অনুভবে পাই
আলোকে ভিঁজালো শশী এসেছিলে তাই
চাঁদের দেশের এক স্বপন আগার
আপন স্বপন নীড়ে এসো বারবার।
হৃদয়ে প্রলেপ ফেলে নিশির শিশির
সহসা হারিয়ে গেলে ব্যথা তিরতির
পথ চলা হেঁটে হেঁটে শুধু একাকীর
মনিকার রঙ চোখে খুন ফিনকির
হাজার বছর গেল চোখে নিয়ে নীর
বিরহ নূপুর বাজে এখনো অধীর।
ফিরোজ, মগবাজার, ২৪/০৮/২০২৩