নদী আর মেঘ
অধরে নিটোল হাসি
আপ্লুত আবেশ
প্রেমের ভেলাতে ভাসি,
দেখেছে দিবস
ভরা-রৌদ্র ঝলোমল
সুরে সুরে ধারা
মৃদু বহে কলকল।
স্রোত হারা নদী
সিক্ত চক্ষু অনিমেষ
কাতর অন্তরে
বেদনার নেই শেষ,
মরে গেল নদী
ঝড়ে মেঘ ভাঙ্গে দুখে
ব্যথাতুর মেঘ
শিলা জমে শূন্য বুকে।
ফিরোজ, মগবাজার, ২৭/০৮/২০২১