মিহি সুরের মোহনিয়া মিষ্টি হাসি
ছুড়ে দিলে বাতাসের তরঙ্গ-ভাঁজে-ভাঁজে
প্রিয়া ! যে বেঁধে সেই বোঝে …
অন্তরে একসমুদ্র কল্লোলিত জল
হাওয়া দোলে বিহানের স্নিগ্ধতায়
জোয়ার ভাটার তালে তালে
মৃদুমন্দ বয়ে যায় মুগ্ধতার স্রোত
সূর্যালোকে চমকিত ঝিলিক
ঘূর্ণিহাওয়ায় পাহাড়সম ঢেউ
ঢেউয়ে ঢেউয়ে তীর ভাঙে, ঘর ভাঙে
সমুদ্র-জলের গভীরতায়
বাজে বেদনার ভায়োলিন সুর ।
ফিরোজ, মগবাজার, ০৫/০২/২০১৯