এক, দুই, তিন ... ... ক্রমাগত
বিজ্ঞান-প্রযুক্তির উন্নত পাঠ
বাহাদুরি বুদ্ধি-বিকাশের, উদ্ধত আস্ফালন
সভ্যতার বিবর্তন, একইসাথে
মহা-বিনাশী মারণাস্ত্রের নিষ্ঠুর শ্লোগান
যুদ্ধ, মৃত্যু, আতঙ্ক, খুন
ক্রমেই বাড়িছে প্রাণের টিকে থাকার সংশয়
জ্ঞানী-গুণী, বিজ্ঞানী, বিজ্ঞ-জনের
তিলেতিলে গড়া সক্ষমতাগুলো
অপহৃত স্বার্থবাদী হিংস্র-বর্বরতায়
হতভম্ব মানবতা মুখ-থুবড়ে পড়ে
কোনমতে ধুঁকে ধুঁকে বেঁচে আছে মনুষ্যত্ব
হিংস্রতার যুগে বাতাসে বারুদের গন্ধ
রক্তে ভেজা জমিনের উৎকট ঘ্রাণ।
ফিরোজ, দিঘলিয়া, খুলনা, ১৯/০৩/২০১৬