প্রত্যুষের কোমল-আভা সূর্য
ধীরে ধীরে তেজ পায়
গ্রীষ্মের মধ্যাহ্নে গনগনে উত্তাপ
অপরাহ্নে দিগন্তে নেমে আসে গোধূলি-লালিমা
অন্ধকারের শুরু, রাত, নিস্তব্ধ দ্বিপ্রহর, শেষ রাত
আযানের কোলাহলে সুবেহ-সাদিক
প্রত্যুষে বারংবার উঁকি দেয়া সূর্য
মননে লড়াই চলে প্রতি-মুহূর্তের প্রতিটি বিন্দুতে
রিজিকের অসিলায় মেনে নেয়া
কথিত নিয়ন্ত্রক কিংবা কর্পোরেট শৃঙ্খলা
পিছুটান চেতনের আগ্রাসনে কাহিল
যুদ্ধে যুদ্ধে গরল মূল্যবোধের বিষক্রিয়া
হেরে যাবার আলামত, মননে কুঁকড়ে যাই
ক্রমাগত নিঃশেষ হই
পিছুটান জিঞ্জিরে নিতান্তই বন্দি
হায় ! জীবন মানেই যেন বাঁকে বাঁকে সমঝোতা
লড়াকু মন ধীরে ধীরে নিস্তেজ ।
অক্ষম-অসহায় বিলাপে আত্মায় শ্যাওলা জমে
অন্তর জমিন হয় ঊষর মরুভূমি
আসলে যোদ্ধা নই, যুদ্ধের ময়দানে
পরাজিত কথিত সৈনিক
কেবলই দহনে দহনে ভয়ানক বিবর্ণ
হে মৃত্যুর দূত ! প্রবলতর জাপটে ধরো …
ফিরোজ, মগবাজার, ০৪/০১/২০১৯