পড়শিটা আগে জানালো না, অগোচরে খুলে দিল বাঁধ
ওদের বাঁধগুলো ভীষণ মরণফাঁদ …!!

ও আকাশ আর কেঁদো না …!
ঘুমিয়ে ছিল দুই বছরের ছেলেটি আমার
বানের পানিতে ভেসে গেলো
ও আকাশ আর কেঁদো না …!
স্রোতে ভাসে বসতভিটা
স্বপ্নেরাও পলির সাথে ভেসে যায়
ভেসে যায় খড়ের গাদা, হালের বলদ, হাস-মুরগীর খোঁয়াড়
আরো ভাসে, আরো ভাসে সুখ …
ও আকাশ আর কেঁদো না …!

লড়াকু আব্দুল মালেক - পেটা শরীর
কোমরে গামছা বাঁধা, কোদাল কাঁধে
- বানের পানি সরে গেছে
দিগন্তের ধু-ধু মাঠ, কর্মঠ হাত
নতুন আবাদ, নতুন করে বাঁচতে হবে বলে …

ফিরোজ, মগবাজার, ২৬/০৮/২০২৪