পালা বদলের সুখ স্বপ্নে বিভোরতা
কেউ কেউ -
দুর্বিনীত দুরাচারে সবকিছু আয়ত্তে নিতে চায়
ক্ষমতায়, দাম্ভিকতায় প্রশস্ত বুকে দুরন্ত চাহিদা
কারো কারোর মস্তিষ্কের নিউরনে বাসা বাঁধে বাসনা-
জনতা হয়ে উঠুক ক্রীতদাস
দাউদের কণ্ঠে যাবুরের মনোহর সুর ভাসে বাতাসে
মাছেরা বিমুগ্ধ ফাঁদে পড়ে
ভয়ানক প্রতারনায় চিরে ফেলে প্রাণ
ওরা বানরে পরিণত হোক সহসা ...!!!
ফিরোজ, মিরপুর, ২৮/০৩/২০২৫