একটি নিগ্রহের জমানা-
জিঘাংসার উৎপীড়ন, গণহত্যা, আয়নাঘরে বন্দিত্বের বিভীষিকা
একটি লুটপাট-লুণ্ঠনের ইতিবৃত্ত
একটি স্থবির অধীনতার কাল
একটি প্রচণ্ড ফুঁসে উঠা জনপদ …!!
“গুলি করি, মরে একটা
আহত হয় একটা, একটাই যায় স্যার
বাকিডি যায় না
এইডাই স্যার বড় আতঙ্কের।”
সাক্ষাৎ শয়তানের উক্তি
জেনে বুঝে ঠাণ্ডা মাথায় খুন
- না জানি কতটা ভয়ঙ্কর হিংস্র!
অজস্র গুলির স্রোত, বারুদের নল হতে
রক্তের ফিনকি ছোটে রাজপথে
প্রাণ যায়, আবার প্রাণ যায় …!
অভীক মন্ত্রে বুক মেলে দাঁড়িয়ে গেল সাহসী তরুণ
সুতীব্র ক্রোধে জ্বলে উঠেছিল দ্রোহের আগুন।
“বুকের মাঝে ভীষণ ঝড়
বুক পেতেছি গুলি কর।”
আগস্ট, দুই হাজার চব্বিশ
একটি অভ্যুত্থানের ইতিকথা
একটি অবিশ্বাস্য গণবিপ্লবের ইতিহাস …!!!
ফিরোজ, মগবাজার, ১২/০৮/২০২৪