আমার বাবাকে-
সেই কবে কবর দিয়েছি মনে নেই
ঐ রাত্রিতে
কিংবা অন্য কোন দিনে
হয়তোবা কোন এক বিকেলে।
পালিয়ে গেলাম-
এক ঝুলি স্বপ্ন ও হারানো স্মৃতি নিয়ে
এবং একটি ছবি নিয়ে - তাঁর সাথে তোলা,
যখন ছোট্ট ছিলাম
এবং বাবা আমাকে কোলে নিতেন
ছবিটি সেই সময়ের।
আমার বাবাকে-
সমাহিত করেছি অপূর্ব এক কাফনের কাপড়ে মুড়িয়ে
একটি গভীর সমুদ্রের তলদেশে,
তা সত্ত্বেও আমাকে তিনি খুঁজে পেলেন
ভয়ে কম্পিত এবং নিঃসঙ্গতায়
খাটিয়ার নীচে পলাতক …!!
সিরিয়ান কবি মারাম আল মাসরি-এর ইংরেজি কবিতা “I killed my father” অবলম্বনে।
[মারাম আল-মাসরি ০২ আগস্ট ১৯৬২ সালে সিরিয়ার লাত্তাকিয়ায় একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন এবং প্যারিসে বসবাস করেন। তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। তাকে আরবি ভাষায় তার প্রজন্মের সবচেয়ে বিখ্যাত এবং চিত্তাকর্ষক নারী কণ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৪ সালে তিনি তার প্রথম কবিতার বই, আই থ্রেট ইউ উইথ এ হোয়াইট ডোভ প্রকাশ করেন, তারপরে এ রেড চেরি অন এ হোয়াইট-টাইলড ফ্লোর। তার কাজ অনেক পুরস্কারে ভূষিত হয়েছে এবং বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।]
ফিরোজ, মগবাজার, ২৮/০৯/২০২৩