আয়নার সম্মুখে দাঁড়িয়ে একটি অবয়ব
ভারী কেতাদুরস্ত ভদ্র পোশাকে আচ্ছাদিত
অন্তরে ভাবের স্ফূর্তি, অহংবোধে স্পর্ধিত গ্রীবা
মানী জনের মানিত পোশাক
হঠাৎ দৃষ্টি পড়ে আয়নার একাধিক প্রতিবিম্বনে
অবয়বের কপালে চিন্তার ভাঁজ
সারমেয়র লালা-ঝরা জিহ্বা আবছা প্রতিবিম্বে
হায়েনার ছাড়িয়ে পড়া নৃশংস দন্তের মতো
পাশে উঁকি মারে হিংস্রতার কালো ছায়া
তীক্ষ্ণ শানিত কৃপাণ হাতে বিম্বিত মুখোশ
প্রতিবিম্বের পশ্চাতে ধূর্ত শেয়ালের মতলবি চকচকে চোখ
পরিপাটি প্রতিচ্ছায়ায় গিরগিটি-ছলনা
এক সদম্ভ আকৃতি ছাপিয়ে ওঠে প্রতিবিম্বের চারপাশে
সে এক অসীম ক্ষুধার্ত বেপরোয়া হাঙ্গরের মুখ
এক লোকমাতে সকলেই মুখের গ্রাস
আয়নার সম্মুখে দাঁড়িয়ে একটি অবয়ব
অবিশ্বাসী কেতাদুরস্ত চোখে চূড়ান্ত বিস্ময়
কোন কোন বাস্তব মেনে নেয়া নিতান্তই কঠিন !
ফিরোজ, মগবাজার, ১৭/১২/২০১৮