এক কামরাতে মৌমাছি কেবলই আমার শরীরে-
বিষের হুল ফোটায়
অন্য কামরা হতে ভীমরুলের বিষ দেহাঙ্গে ধারণ করি
অতঃপর এক ঘর হতে অন্য ঘর
বিষে বিষে দেহখানা নীল, তারপর আরো নীল
গাঢ় নীলে দেহাবয়ব অচেনা ভারী
আমার দুবাহুতে এখন বিহগের ডানা
সৎ লক্ষ্যে স্থির, অভীক মন্ত্রে পরোয়াহীন
এখন কেবলই উড়ি, উড়ে উড়ে দিগন্ত পেরিয়ে
ভেসে বেড়াই নীল আকাশেরও উপরে ...!!
ফিরোজ, মগবাজার, ২০/০৩/২০২৪