অভাগা এক জীবন কথা
বলি তোমরা শোন
তীর হারানো অথৈ জলে
কেউ না পড়ে যেন !
খল নিয়তি খেলতে থাকে
গরল ভরা মুখ
হাওয়ার সাথে মিলিয়ে যাবে
কষ্টে ভরা বুক ৷
চোখ দুটিও দীঘির জলে
করবে টলোমলো
রোদ সরিয়ে আকাশ হবে
মেঘে ঢাকা কালো ৷
বজ্র শেলে ক্ষয় ধরেও
হৃদয় পাহাড় ধীর
কলমিলতা নুয়ে পড়ে
নুয়ে পড়ে শির ৷
সেদিন ধরায় ফুল-পাখিরা
ভুলে যাবে গান
বুকের উপর পাষান পাথর
হারিয়ে যাবে প্রাণ ৷
এমন করে ভুবন তলে
হেরে গেলে কেউ
চোখ রাঙিয়ে গাল দিওনা
নীল দরিয়ার ঢেউ ৷
ফিরোজ, মগবাজার, ১৪/০৬/২০১৮