হে মহাবিশ্ব প্রভু!
যাঁর প্রতি আশ্রয় চাই তুমি সেই সত্তা
সকল কুমন্ত্রণা-অনিষ্ট থেকে
হে সুমহান-পবিত্র সত্তা!
তুমিই রহমান, পালনকর্তা
শুধুই তোমারই তরে সব ভরসা
যা গড়ে দাও তুমি
কখনো ভেঙে যায় না তা
যা ভেঙে দাও তুমি
কখনই মেলে না তা
অমঙ্গল-অকল্যাণ হতে দূরে থাকার
কেবলই তুমি, তুমিই আমার
নির্ভরতা-আশার স্থল।
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৭/০৫/২০১৭