অসংলগ্ন সময়ে
শূন্যতার নদী বেয়ে অসুরের উদয়
প্রেম নেই, নেই ভালবাসা
নৃসংশতায় ভরা শুধু ধ্বংস
এ-কালের অসুরের হাত বড় ভয়ঙ্কর
শক্তির বর পাওয়া ক্রোধানলের
অগ্নি-গোলা হাতে ছুটে চলে দিগ্বিদিক
জ্বলতে থাকে প্রকৃতি-মানুষ অনবরত
আরো পোড়ে ঘর, গ্রাম, দেশ, মহাদেশ, পুরো পৃথিবী
নির্বাণ রেণুরা পড়ে আছে
দুঃসময়ের ফুলে
মোক্ষম সময়ে জেগে উঠার অপেক্ষায়
কখন সে ক্ষণ!
আর কত অপেক্ষা!!
ফিরোজ, সাভারের পথ, ১৩/০৫/২০১৬