একবার শোন
লাশ হতে লাশের স্তূপে চিৎকারের ধ্বনি
ওরা বেঁচে থেকেও ক্ষণে ক্ষণে লাশ
একজন, দুইজন, বহুজন-
নরম মাটির এ কেমন ইতিহাস
আর কত চোখের মণি উপড়ে নেবে
হাঁটুতে ক্ষতের চিহ্ন
আর কত হৃৎপিণ্ড চিবিয়ে খাবে
ইতস্তত অজ্ঞাতের ঝরে পড়ে শোণিত
আর কত-
রক্তমাংসের সত্তা হঠাৎ হাওয়ায় বিলীন
আর কত কফিনের খুন
আর কত জমানো বেদনার স্পন্দিত পাহাড়
আপন চেতনার বন্ধক - কত আর
শীতল স্পর্শে কম্পিত দু পাটি দন্তের ঠক ঠকে
কথার আড়ষ্টতা, মগজ বন্ধক
বলিষ্ঠ প্রতিবাদহীনতায় দু পায়ে বন্ধন
কেউ কেউ বিদ্রোহী বটে
তবে দু ঠোঁট স্থবির, পায়ে বেড়ি - হাতে হাতকড়া
কথিত দ্রোহীর বিষণ্ণ মুখ-
আপন সত্তায় নরম মাটির একান্ত অনুভব
দ্রোহের চেয়েও বেশি বন্দীর অনুরাগ
নমস্য নটরাজের কৌশল শেখেনি - রপ্ত করতে চায়ওনি
উদার উর্বর মাটির সহজাত সরলতায়
বাঁকা হেঁয়ালি অতিশয় তুচ্ছ
কোন ছলনা জানে না, বোঝেও না
বিশুদ্ধ ভালোবাসা বিলাও সোহাগ পাবে-
আজীবন ছলনাবিহীন …
ফিরোজ, মগবাজার, ২৩/০৭/২০২২