দৃষ্টি বিরত হবেই এ পথে দেখতে গেলে,
কর্ণও শ্রবণে ক্ষান্ত হবে,
তাঁকে তাঁর ক্ষেত্রে রেখে দাও।
বরং ধূলিকণা হয়ে ওঠো তাঁর পথের উপর।
জানতো! পৃথিবীর প্রকৃত বাদশা যারা
তাঁর পায়ের ধূলোকে চোখের মলম বানায়।
(খাজা শেখ আবদুল্লাহ আনসারীর ফার্সী কবিতার ইংরেজি অনুবাদ “A Path of Devotion” অবলম্বনে।)
ফিরোজ, মগবাজার, ২১/০৬/২০২১