মানুষ নাকি সৃষ্টির সেরা
মানুষের প্রাণ - সেও নাকি অমূল্য
- দাম দিয়ে পরিমাপ হয়না …!
অমূল্য তাজা তাজা প্রাণ হারানো লাশের সারিতে
চেতনা নিত্য দোল খায় সংশয়ে।

অধিকর্তা ভীষণ শোকাহত
মূল্যবান সম্পদ ক্ষয়ে অনল দহন তার, বুক ভাঙ্গা ক্রন্দন
চোখে তার বাঁধ ভাঙ্গা জলোচ্ছ্বাস …!

হে খোদা! আর মানুষ থাকতে চাই না
আমার রূপান্তর ঘটাও
যেন হয়ে যাই-
ভেঙ্গে ফেলা মেট্রোরেল স্টেশন
সিটি কর্পোরেশনের পুড়ে যাওয়া ময়লার গাড়ি
কিংবা ক্ষতিগ্রস্ত বিটিভির কেন্দ্র
ডিভাইডারের ভাঙ্গা রেলিঙ, ভেঙ্গে ফেলা গাছের ডাল
তুলে ফেলা রেল লাইনের স্লিপার
অথবা যে কোন ভবনের সামনে পড়ে থাকা পোড়া গাড়ি
সেতু ভবনে পুড়ে যাওয়া নেটের তার
নতুবা ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, বঙ্গভবন, গণভবন!

মানুষের বুকে এখন-
গুলি ছোড়ে হিংস্র জন্তুরা
পাঁচ গজ দূর হতে ছয় রাউন্ড রিভলবারের গুলি
মগজ ছিটকে বেরিয়ে যায় মানুষের
ঝাঁঝরা বুকে রক্তের প্লাবন, শত শত মানুষের লাশ
অধিকর্তার চোখ ভেজে না মোটেও!

হে খোদা! আর মানুষ থাকতে চাই না
আমাকে জড় করে দাও …!!

ফিরোজ, মগবাজার, ২৭/০৭/২০২৪