অপ্রতুল চাদরে ঢাকা নগর, গ্রাম, এ দেশ-
আমার বাংলাদেশ
এক দিক ঢাকতে গেলে অন্য দিক উদগ্র নাঙ্গা
চতুর্দিকে ঘোলাটে কুয়াশার বিহ্বলতা
একটি দেশ - আমার আপন মাটি বারংবার মূর্ছা যায়
ওরা পলাতক জীব, ওদের সঙ্গী অগণিত বাক্স পেটরা
আর দশ হাতে লুটে নেয়া অস্থি মজ্জার নির্যাস
ভাঙ্গা টিনের প্লেটে পতাকাটি মোড়ানো
ঢিল!
অসংখ্য হাত হতে ছুড়ে দেয়া ঢিল
ঝনঝন শব্দ ওঠে
ঝনঝন গুঞ্জনে রাত্রির অন্ধকারের কোলাহল
আমাদের আগামী - স্বচ্ছ সকালের প্রত্যাশায়
স্বচ্ছ শিশিরে ভিজে যাওয়া ঘাস
আপন দীঘির জলে নরম রোদের ঝিলিক
সেখানে নিত্য খেলা করে প্রতিবিম্ব - আপনার অবয়ব৷

ফিরোজ, খুলনা, ১৩/১০/২০২৪