একান্ত আপন তাঁরা, বড় ভালো লোক ছিল
বোধ, মেধা, বুদ্ধির বিচ্ছুরণ
একক, দশ, দেশের কল্যাণে ছিল জাগ্রত চিত্ত
হারিয়ে গেল, কেড়ে নেয়া হলো চিরতরে
মেধাহীন পঙ্গুত্বের অভিশপ্ত পথ করে অবারিত
চোখের জলে ছবি দেখি বারবার
“চৌদ্দ ডিসেম্বর, ঊনিশশো একাত্তর”
একান্ত আপন তাঁরা - শহিদ বুদ্ধিজীবী
জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁরা বড় ভালো লোক ছিল
বোধ, বুদ্ধি, মেধার বিচ্ছুরণ … ।
গায়ে পড়লে চোখের জল আপেক্ষিক হয়
চোখের দৃষ্টি তখন অগ্নিশিখা
পুড়িয়ে ছাই করে কেবলই … ।
একালের হিতকর সাহসী বোধ, বুদ্ধি, মেধা
গারদের প্রকোষ্ঠে দিনাতিপাত, ধুকে ধুকে মরে
কিংবা অদৃশ্য গুমের দেশে বিচরণ
দুর্বল চিত্ত সবসময় মুখে কুলুপ আঁটে
একদম চুপ … !
ফিরোজ, দিলকুশা, ১৭/১২/২০১৮