অন্তরের কয়লার কালিতে-
শুভ্রতাও কালো বর্ণ ধারণ করে
নিকৃষ্টতর অন্তর-গহ্বর হতে যত কথার ফুলঝুরি
গড়ে তোলে অপবাদের মালা
আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে মানুষের অবয়ব

হৃদয়টি যার কুৎসিত - কর্ণ তার কথার রসনা খোঁজে
কদাকার রসায়নে যাচাইয়ের দণ্ড তরল হতে থাকে
সিঞ্চন করে অপবাদের বৃক্ষমূলে  
উর্বরতায় ডাল-পালা মেলে গুজবের বৃক্ষটি

ভালো মানুষ হতে শিখতে হয় …
ভালো মানুষ হতে জানতে হয় …!

ফিরোজ, মগবাজার, ২৪/০৩/২০২৫