অমাবস্যার সাথে অগোচরে সূর্যের আঁতাত হয়
অস্তমিত সূর্যের রেখায়
নতুন ভঙ্গিমায় গাঢ় ঘোর অন্ধকার
মগজের ভাঁজে ভাঁজে
পথেরও বাঁকে বাঁকে
অসহ্য ক্ষুধায় কিলবিল করে কীট
গিলে খায় আলোকিত চেতনের সেলগুলোকে
চৈতন্য হারিয়ে যায় গন্তব্যহীনতায়
নিয়ন বাতিগুলোও
একটু একটু তেজ হারায়, তারপর নিভে যায়
দিশেহারা পথ, দিশেহারা চৈতন্য
উদ্দাম জংলি ঘোড়ার পিঠে
অনিশ্চিত গন্তব্য …!!!
ফিরোজ, দিলকুশা, ০১/১১/২০২০