বিবাগী মন নিরলে বড়ই উতলা
উচাটন প্রত্যাশায় স্থির উন্মীলিত আঁখি
কালের হাতল ধরে শুধু অপেক্ষার প্রহর
অনুভবে শত সহস্র আলোকবর্ষ পার
গভীর আঁধার চিরে ধীরে ধীরে জেগে ওঠে
বিন্দু বিন্দু আলোর কণা
প্রত্যুষে নুয়ে পড়া শুকনো ঘাসের
এক ফোঁটা শিশিরে
কেটে যায় সুদীর্ঘ পাথর সময়
স্থিত অবকাশ পেরিয়ে
আকাঙ্ক্ষিত দীপ যদি জ্বলে ওঠে একবার !
ফিরোজ, দিলকুশা, ০৪/০৪/২০১৭