আস্থাহীনতা, সন্দেহের দোলাচলে
বড় বেশি উদ্বিগ্ন
কল্পনাবিলাসী প্রাসাদ রচে রচে
হতাশার বিমর্ষ মলিনতা মুছে দেবার
কতই না প্রয়াস, আয়োজন
চরিত্রহীন দুর্বৃত্তায়নের চক্রবুহ্যে নিরন্তর বসবাস
অথচ, অহরহ পবিত্রতার দাম্ভিকতা !
সুখ, আমোদ, আহ্লাদে আটখানা ভাব
প্রতিনিয়ত কুম্ভকর্ণের শক্তি প্রদর্শন
তথাপি, অন্দর তোমার মৃত নদী
রোগ শোকে জীর্ণ-শীর্ণ
অনুভূতিহীন জরাগ্রস্ত অন্তর
জড়ের মতো নিষ্প্রাণ
ক্রমাগত ইথারে ভেসে আসা অভিশাপের শব্দতরঙ্গ
বিরক্তি, ক্ষোভ, ঘৃণার
কুণ্ডুলিপাকানো সাইক্লোনও স্পর্শ করে না ।
আতঙ্কিত কণ্ঠে সদা অসত্য ফাঁপানো বোল
শত শত মুখে তোমার কর্তৃত্বের জয়গান
ভণ্ডামি, হীনমন্যতা, হিংসা, নিষ্ঠুরতা
ছলচাতুরী, কূটচালে আত্মপ্রবঞ্চনা
একদলা উচ্ছিষ্টভোজী বংশবদে
ঘিরে আছে চারিপাশ
অসময়ে হাওয়ার সাথে মিলিয়ে যাবে ।
জলোচ্ছ্বাসের পানিতে ভেসে
পাহাড়ের চূড়ায় তোমার নেতৃত্বের কুরসি
ফাঁদ পেতে বসে থাকা পরিক্লিষ্ট বৃদ্ধ সময়
নিয়তির গ্রাস মিট-মিট হাসে
আসছে ধেয়ে ঐ … !!!
ফিরোজ, মগবাজার, ০৭/০৮/২০১৮