মোটা চাল কেবল গরুতে খায় …
আমরাও খাই - আমরাও গরু
আমরা ভালো আছি
আমরা গরীব মানুষ এবং গরু
দ্যাখ…! দ্যাখ…!
টিসিবির ট্রাকের কাছে গরুদের ভীড়!
করোনার কাল …
এ্যাপোলো - স্কয়ার হাসপাতাল
অক্সিজেন মাস্ক - আইসিইউ - ওষুধ পত্র
ধুর…! একটুখানি সর্দি-কাশি আর জ্বর
গরুদের কি আর হাসপাতাল …!
এমনি এমনি সমাপ্তি হবে - অসুখের কিংবা আমাদের
আমরা ভালো আছি
আমরা গরীব মানুষ এবং গরু
এখন গরুরা থাকে কুঁড়ে ঘরে
আমরাও থাকি - আমরাও গরু
আমরা ভালো আছি
আমরা গরীব মানুষ এবং গরু
দ্যাখ…! দ্যাখ…!
ঐ সব ছাপরা ঘরে গরুদের ভীড়!
অট্টালিকা, এসি রুম-
সেখানে পুরোদস্তুর মানুষদের ভীড় …!
এ কোন দিনের আলো - কুয়াশায় ঢাকা অন্ধকার
এ আঁধারে রাত্রিরও হয়েছে হার
আকাশও ঢেকেছে কালো মেঘে
চারদিকে বইছে হাওয়া প্রবল বেগে
সুপারীর বনে গাছেদের ঠোকাঠুকি
নারিকেল বীথি হতে অমানিশার উঁকিঝুঁকি …!
ফিরোজ, দিলকুশা, ০২/০২/২০২২