ইস্পাত, পাথর, ইট, কাঠের ইমারতের ছায়ায়
ঢেকে গেছে শহরের পদচিহ্নের জমিন
হটকারি যজ্ঞানলে অক্সিজেনের ভিত্তি-শিকড়
নড়বড়ে হতে হতে শেষ হয়ে গেল প্রায়
প্রতিদিনের কর্মযজ্ঞে উন্নতির ধারালো নখর
অজস্র ছেঁড়াখোঁড়া, উড়াল পথ, মেট্রোরেল
আরো কত কী ... !
নিঃশ্বাসের পথ বেয়ে ধুলোবালি, ভারী সীসা
বসত গাড়ে নগরবাসীর ফুসফুসে
ওষ্ঠাগত প্রাণ নিয়ে
আমার নগরী দখলে নেয় শীর্ষ এক নম্বর সিঁড়ি
দৃঢ় ভিত্তিভূমি ছাড়াই যেন শিখরে উঠবে, ঊর্ধ্বে আরো উপরে
শহরের পথে পথে অচঞ্চল স্থবিরতা, বিশৃঙ্খল মৃত্যুপথ
যদিও নিরীহ হরিণ শাবকেরা নেমে পড়ে হাল ধরেছিল পথের
সে পথে এখনো মৃত্যুর মিছিল হয়
কংক্রিট ইমারতের অগ্রসর ছায়ায়
জলাশয়, মাছেরাও পালিয়ে যায় নিরুদ্দেশে
শাওনের যৌবনে নগরীর মহাসড়কে
পর্যটক হাঁসেরা মেতে ওঠে জলকেলিতে !
ফিরোজ, মগবাজার, ০৭/০৩/২০২০