পাখিদের কলতান খুলে যায় দোর
লাজরাঙা দিনমনি আধোরাঙা ভোর
স্মৃতিগুলো নড়েচড়ে ফেলে আসা ঘর
মিলেমিশে প্রতিবেশী নয় কেহ পর
ঘুরেফিরে ছোটে মন স্মৃতিময় বাঁকে
কৈশোর ও শিশুকাল মিলেমিশে থাকে
আমাদের সেই গাও, বিল আর মাঠ
পারাপারে সেই নাও, নদী আর ঘাট।
ভালোবাসা পড়ে আছে গ্রাম পথে পথে
ধরে মাছ সাদা বক উড়াগাতি তটে
ধানক্ষেত পাটক্ষেত সবুজের ঢেউ
দোলে মন সারাক্ষণ ভোলে নাতো কেউ
সেখানেই হেঁটে যাই পায়ে দলি ঘাস
তুমি, আমি, আমাদের সেথায় উচ্ছ্বাস।
ফিরোজ, মগবাজার, ১৯/১১/২০২০