আমাদের দেশ,
ঈশ্বরের প্রতিশ্রুতির কাছাকাছি,
এক মেঘপুঞ্জের ছাদ।
আমাদের দেশ,
যা সকল নামের বিশেষণ হতে বহু দূরে,
অদৃশ্য মানচিত্র।
আমাদের দেশ,
তিলের বীজের মতো ক্ষুদ্র
এক স্বর্গীয় দিগন্ত ... এবং এক গভীর গোপন গহ্বর।
আমাদের দেশ,
জংলি হাসের মতো অসহায়
পবিত্র বইগুলি … এবং এক পরিচয় সংকট।
আমাদের দেশ,
ছেঁড়া পর্বতবেষ্টিত এক ভূমি,
এক নিকট অতীতের অতর্কিত সেনা-হামলা।
আমাদের দেশ, এক যুদ্ধের উপহার,
অধীর প্রত্যাশা ও জ্বলন হতে মরতে যাবার স্বাধীনতা
আমাদের দেশ, এর রক্তমোড়ানো অন্ধকারে,
দূর বহু দূর হতে মিটমিট জ্বলতে থাকা চকচকে হীরকখণ্ড
বাইরের দুনিয়াকে উদ্ভাসিত করে ...
আমাদের মতো, অন্দরে,
আমাদের ক্রমাগত শ্বাস বন্ধ হয়ে আসে!
ফিলিস্তিনের কবি মাহমুদ দারবিশ(13, March 1941 – 9 August 2008)-এর “To Our Land” অবলম্বনে।
ফিরোজ, দিলকুশা, ২৮/১১/২০১৯