খেলা মস্তিষ্কে নয় - অন্তরে
কালো রাতের অন্ধকার আবরকে ঢাকা
বোধহীন বিবেকহারা প্রবৃত্তি
তাড়া করে প্রতিদিন, প্রতি মুহূর্তে
অন্তর অন্ধকারের দাস
মগজও আটকে গেল অন্ধকার অন্তরে।
এখানে সিক্ত নয় মাটি
ঠনঠনে শুকনো
ভিতরে ভালোবাসা নেই
পাষাণ হৃদয়ে জমেছে পাথর …!
এখানে অন্তহীন শূন্যতায় নিপতিত সম্ভাবনা
শূন্যতায় - শূন্যতায় কে পারে চলতে!
নিস্তব্ধতার মাঝে কার মুখে ভাষা!
গভীর বেদনায় কার প্রাণে আহ্লাদ!
প্রাণহীন কোন্ মাটি - কোন্ বীজে ফসলের প্রত্যাশা!
দূষিত পানির স্রোতে হেরে যায় জীবন।
আঁধারে আলো, আঁধারে আলো …
আলোর মশাল হাতে ছুটে এসো মুসাফির।
ফিরোজ, মগবাজার, ১৭/১১/২০২৪