জগতের সবকিছু নিয়মের খিলে
তুমি, আমি, আমাদের, সুখ-দুখ মিলে
হাসিতে কাঁদনে আছে জীবনের মানে
তবু কেন দিশেহারা ভুল কোন গানে?
ব্যথার আগুনে পুড়ে কলিজায় চাপ
বেদনার সরোবরে কেন দিলে ঝাঁপ?
মনকে হারায়ে কেন হলে নেশাতুর?
অকালে ঝরালে প্রাণ করে ব্যথাতুর!
নদী সদা ছুটে চলে সাগরের টানে
মেঘেরা আকাশে ভাসে চেয়ে কার পানে?
এ ভবের মোহ-মায়া গলে হবে মাটি
প্রেমের কিরণে তেজে পুড়ে হও খাঁটি।
ক্ষণকাল পৃথিবীর খেলা মিছেমিছি
হতাশার গ্লানি ভুলে আলোকিত নিশি।
ফিরোজ, মগবাজার, ১১/১১/২০২৪