পাকা কুল ঝরে পড়ার মতো
আকাশ হতে তারাগুলো খসে পড়ছে
কী হচ্ছে এসব … !
সন্তানের গলা টিপে বধ করে মা
প্রতিশোধের আগুন জ্বেলে
প্রতিপক্ষ শিকারে প্রতিহিংসার ফাঁদ পাতা
পিতা-চাচা-পরিবারের হাতে নৃশংসতায় ঘুমন্ত শিশু খুন
অস্থিরতার এ কেমন দৃশ্য !
ভালোবাসা, বিবেকের নেয়ামত উঠে গেছে আকাশে
এমন অস্থিরতা কিসের আলামত … !
ফিরোজ, দিলকুশা, ১৭/১০/২০১৯