পৃথিবীর সিনায় সিনায় দ্রোহের গান
গাইছে আজ গুনগুনিয়ে
দুনিয়ার মিনারগুলো উচ্চরোলে
আযান-ধ্বনি দাও শুনিয়ে
ধরণীর চূড়ায় চূড়ায় সরব কণ্ঠে
হায়দারি হাঁক দাও জানিয়ে
সে হাঁকে ইস্রাফিলের শিংগা-ধ্বনি
বেজেছে আজ দাও বুঝিয়ে৷
শাহদাতের সুধা পানের সে মিছিলে
জুটেছে আজ পথ দিশারী
দিকে দিকে ঝড় উঠেছে বজ্রধ্বনির
কঠিন আওয়াজ ধীর শিকারী
জালিমের ভীত নাড়িয়ে থরথরিয়ে
ভাঙবে প্রাসাদ তীব্র রোষে
ডেকেছে আল-আকসা, মুক্ত করো
নাও ছিনিয়ে বীরের বেশে৷
ফিরোজ, মগবাজার, ১৭/০৫/২০২৪