খোলা প্রান্তরের পাশে সবুজ দেখে
বুক ভরে শ্বাস নিলাম
ফুসফুস ভরে গেল অগণিত অণুজীবে
উজ্জ্বলতার মোহে মুহূর্তের গায়ে রঙ মাখালাম
ঘষলেও ওঠে না আর - লেপটে গেলো
যাপিত জীবনও বিবর্ণ হয়ে গেলো
রাত্রির ঘরে দ্বীপ জ্বেলে কর্মঠ হলাম
অবসর পালিয়ে গেল অজানায়
ক্লান্তিতে জীবনের গানও বেসুরো হয়ে গেলো
অধরের লাজুক হাসিতে মন মোহিত
অস্থির ব্যকুলতায় জীবনে জড়িয়ে নিলাম
সঙ্গীর হাত ধরে পৌঁছে যাবো
আকাশের গণ্ডি পেরিয়ে সিদরাতুল মুনতাহায়
জবরদস্তি পা টেনে নামিয়ে আনে মর্তে
ধুলোয় লুটিয়ে পড়ি অস্তিত্বহীনতায়
এখন আর একটুও কোলাহল চাই না
একাকীত্ব এখন খুব বেশি আকাঙ্ক্ষিত … !
ফিরোজ, মগবাজার, ০১/০৪/২০২০