একটি বগি লাইনচ্যুত
ছিটকে গেল খালে ।
ছিটকে গেল অনেকগুলো হৃদয়
দেহ ছেড়ে ছিন্ন মাথা
ছিটকে গেল জলে ।
সারি সারি মৃতদেহ
কারো কাটা হাত ।
মাথা ছাড়া দেহ ধরা মায়ের
ক্ষতে ব্যথা আহাজারি
পা হারানো ঘাত ।
হেলাফেলা এ বেদনা
কেবা করল ভুল ?
দুমড়ে মুচড়ে সেতু ভাঙা খেলায়
ক্লিষ্ট মনে আশা দিয়ে
কে ফোটাবে ফুল !
পাগলা ঘোড়া আত্মহারা
লাইনচ্যুত চাকা ।
ভ্রষ্টচক্রে দেশটি বড় আজব
চওড়া বুকে হম্বিতম্বি
আসলে তা ফাঁকা ।
চরকা ঘোরে দিশেহারা
মুখে আঁটা খিল
চুপটি কেনো মুখটি থাকে সবার
হয়নি বলা কথাগুলো
চেপে ধরে দিল !
ফিরোজ, মগবাজার, ২৫/০৬/২০১৯