নীতিকথার জাবর কেটে
যে আমারে কাজ শিখালো
নীতিহীনের ডেরায় বসে
কাজ থেকে সে অনেক দূরে
আজকে কেন শির নিচু তার?
মনের মধ্যে সোনার আসন
এখন সেটা শূন্য খাঁচা
হক বেহকের কঠিন দেয়াল
আজ কেন সে বেঁচেও মরা?

সেই তো আমায় দেখিয়েছিল
পা দুলিয়ে খেলছে শিশু
শিশুর মনটি কাদায় মোড়া
নরম মনকে গড়তে পারো
যেমন খুশি তেমন আকার
নীতির ভাঁজে মুড়িয়ে নিয়ে
কেউ যদি হয় নীতির রাজা
দোষ কি বলো দিতে পারো?
নীতিকথার জাবর কেটে
যে আমারে কাজ শিখালো
নীতিহীনের ডেরায় বসে
কাজ থেকে সে অনেক দূরে
আজকে কেন শির নিচু তার?

বুকের মধ্যে ভীষণ যুদ্ধ
হক-বাতিলের মরণ লড়াই
নীতির খাঁজে ওজন বেশি
হকের পাল্লা ভীষণ ভারী
মনের মধ্যে সোনার আসন
এখন সেটা শূন্য খাঁচা
হক বেহকের কঠিন দেয়াল
আজ কেন সে বেঁচেও মরা?

ফিরোজ, মগবাজার, ১০/০৭/২০২৪