দেখা যায় সদা যার পদতলে ধূলি
হেথা হোথা সবখানে শুধু দেয় হাত
তবু তার মুখে মুখে বড়ো বড়ো বুলি
চিনেছে কেবলই সে গরিমাতে জাত
ভূষণে সুরতে হাল মহৎ ধবল
নিজ কাজে বেখবর মননে বিকল
তবু তার অতি বড়ো অহমিকা ছল
লাজে নত নয় কভু আবেগে উতল ।
কার তরে কার পরে করো বাহাদুরি
সময়ে সাধন করো স্বরূপ প্রাণের
হিসাবে মিলবে নাকো কিসে জারিজুরি
চেতনে বিনয়ী হলে রতন অপার
নয় কভু অহমিকা নয় অনাচারী
সূচি শুভ্র দীপ্ত রেখা বুকের ভিতর ।
ফিরোজ, মগবাজার, ১৯/০২/২০১৮