মারা যাচ্ছি-
বাবা, আমায় মাফ করে দিও!
দায়ীত্বহীনতার নির্মম অগ্নিকুণ্ড
বিপর্যয়, বিভীষিকা, আহাজারি
ঝলসানো দেহ
হাসপাতালের বেডে বেডে কাতরানির শোরগোল
সীতাকুণ্ডের বাতাস কাঁদে অগ্নির উত্তাপে
আহ! মৃত্যু…, মৃত্যু…, এবং মৃত্যু…
তোয়াক্কাহীন ঝুঁকিদস্যুর কৈফিয়ত কি?
অগ্রাধিকার প্রয়োজনওবা কি?
জানা নেই - কাকে হত্যাকাণ্ড বলা হয়…!
ফিরোজ, মগবাজার, ০৫/০৬/২০২২