পড়তে পড়তে সাত-স্তবক জমিনের নিচে
তবু পতনের শেষ হয় না
পাহাড়ের চূড়ায় উঠে গেছে সময়
পাহাড়টি অধঃপতনের
শিখর হতে একটি পাথরখণ্ড
গড়িয়ে পড়লো সমতলে -
তখনই সন্তান চিনে না সদ্য-মরা মাকে
অথচ ওয়ারিশনামাতে শতভাগ দাবী তার
দ্বিতীয় পতনে আরেকটি পাথরখণ্ড
জমিনের উপর - হায় ! শিক্ষক ধর্ষণ করে ছাত্রীকে
তবে তিনি -
ভার্চুয়াল বলয় সমৃদ্ধ করেন নৈতিকতার বয়ানে
সামাজিক বয়ানে নির্যাতিতা নারী
রাজনীতির বয়ানে মজলুম মানবতা
উন্নয়নের বয়ানে আর্থিক দুরাচার
লুটেরার বয়ানে দুর্বল সর্বস্বহারা
চূড়া হতে নুড়ি-পাথরের ক্রমাগত সমতলে পতন
অধঃপতন,
পতন হতে হতে জমিনের নিম্নস্তরে
ফিরোজ, দিলকুশা, ০৬/১০/২০২০